DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ১৪ই জুলাই ২০২৫
ঢাকাসোমবার ১৪ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

কৃষকদের সাথে নিয়ে ধান কাটা উদ্ভোধন করলেন সুনামগঞ্জের ডিসি

DoinikAstha
এপ্রিল ৭, ২০২১ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

কৃষকদের সাথে নিয়ে বোরো ধান কাটা উৎসবের আনুষ্ঠানিক উদ্ভোধন করলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি)।

বুধবার সকালে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন জেলার তাহিরপুরের শনি হাওরের উপকারভোগী কৃষকদের সাথে নিয়ে ধান কাটা উৎসবের উদ্ভোধন করেন।

এ সময় পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সিলেট অঞ্চল এস এম শহিদুল ইসলাম, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব করুনা সিন্ধু চৌধুরী বাবুল, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মোঃ ফরিদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সাবিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার হাসান-উদ-দৌলাসহ স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক ও গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

তাহিরপুর উপজেলা কৃষি অফিস জানায়,চলতি বোরো মৌসুমে উপজেলার ২৪টি হাওরে ১৭ হাজার ৯৮০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়।

ধানের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭০ হাজার মেট্রিক টন।,

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]