DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৯শে নভেম্বর ২০২৪
ঢাকাশুক্রবার ২৯শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ক্যাপিটল হামলাকে ‘নাৎসিদের তাণ্ডব’ বললেন শোয়ার্জেনেগার

DoinikAstha
জানুয়ারি ১১, ২০২১ ৫:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক:‘টার্মিনেটর’-খ্যাত অভিনেতা আর্নল্ড শোয়ার্জেনেগার একটি ভিডিওবার্তায় বলেছেন, যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে যে হামলা হয়েছে তা জার্মানির নাৎসি তাণ্ডবের মতো ঘটনা।

শরণার্থী হয়ে অস্ট্রিয়া থেকে আসা, পরবর্তীতে ষষ্ঠবারের মতো মি. ইউনিভার্স খেতাবধারী, তারপর বিশ্ববরেণ্য ‘টার্মিনেটর’ খ্যাতি পাওয়া হলিউডের তারকা এবং শেষে ক্যালিফোর্নিয়া রাজ্যের রিপাবলিকান দলীয় গভর্নর, শোয়ার্জেনেগার টুইটারে ভিডিওটি পোস্ট করতেই ভাইরাল হয়েছে।

তিনি বলেন, ‘শপথ অনুষ্ঠানের পর প্রেসিডেন্ট ট্রাম্প অপ্রাসঙ্গিক হয়ে যাবেন। তবে তাকে যারা উৎসাহ জোগাতেন, তাদেরকে অবশ্যই দোষী সাব্যস্ত করতে হবে এবং এমন আইন পাশ করতে হবে যেন এর পুনরাবৃত্তি না হয়।’

তলোয়ার ও গণতন্ত্রের তুলনা করে তিনি বলেন, ‘তলোয়ারের লোহাকে যতই গলানো আর পেটানো যায়, ততই তা বেশি মজবুত হয়। আমাদের গণতন্ত্র সেই তলোয়ারের লোহার মতো।’

প্রাক্তন গভর্নর শোয়ার্জেনেগার বলেন, ‘সাম্প্রতিক ঘটনাবলিতে আমরা বিস্মিত ও বিমূঢ়। তবে আমরা যদি জানি কী হারিয়েছি, কী করতে হবে, তবেই আমরা আরো বলীয়ান হয়ে উঠব।’

তার ভাষণের সমাপ্তি টানেন এই বলে ‘প্রেসিডেন্ট মনোনীত জো বাইডেন, আমরা আজ, আগামীকাল এবং সকল সময়ে গণতন্ত্রের সুরক্ষায়, আপনাকে সহায়তা দিয়ে যাব। আপনার সাফল্যে সাধুবাদ জানাই। আপনি যদি সক্ষম হন, আমাদের দেশ সফল হবে।’

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০