ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন আ.লীগের নেতা-কর্মীরা

Astha DESK
  • আপডেট সময় : ১২:৪৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
  • / ১০৩৬ বার পড়া হয়েছে

খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন আ.লীগের নেতা-কর্মীরা

মোঃ হাবিবুর রহমানঃ

খণ্ড খণ্ড মিছিল নিয়ে আওয়ামী লীগের সমাবেশে আসতে শুরু করেছেন দলটির নেতা-কর্মীরা। কিছুক্ষণের মধ্যেই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাবেশ শুরু হবে। আর মূল সভা দুপুর ২টায় শুরু হওয়ার কথা রয়েছে।

সকাল থেকে সমাবেশ এলাকায় আওয়ামী নেতা-কর্মীদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছোট ছোট মিছিল নিয়ে বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা সমাবেশ এলাকায় এসে জড়ো হচ্ছেন।

সমাবেশস্থলে সরেজমিনে দেখা যায়, সভামঞ্চে আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সংস্কৃতি সম্পাদক অসীম কুমার উকিল, উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান সিরাজ। আরও রয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।

রাজধানীতে আজ শনিবার এক কিলোমিটারের মধ্যে বিএনপির মহাসমাবেশের বিপরীতে আওয়ামী লীগেরও শান্তি ও উন্নয়ন সমাবেশ হচ্ছে। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সমাবেশের আয়োজক ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। আর বিএনপির সমাবেশ নয়াপল্টনে।

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আওয়ামী লীগের কর্মীরা অবস্থান নেবেন বলে কর্মীরা আভাস দিচ্ছিলেন। তবে এদিন সকাল থেকে শেওড়াপাড়া, তালতলা, বিজয় সরণি, তেজগাঁও, সেগুনবাগিচা, প্রেসক্লাব, জিরো পয়েন্টের মতো গুরুত্বপূর্ণ এলাকায় আওয়ামী লীগের কর্মীদের অবস্থান দেখা যায়নি।

ট্যাগস :

খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন আ.লীগের নেতা-কর্মীরা

আপডেট সময় : ১২:৪৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩

খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন আ.লীগের নেতা-কর্মীরা

মোঃ হাবিবুর রহমানঃ

খণ্ড খণ্ড মিছিল নিয়ে আওয়ামী লীগের সমাবেশে আসতে শুরু করেছেন দলটির নেতা-কর্মীরা। কিছুক্ষণের মধ্যেই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাবেশ শুরু হবে। আর মূল সভা দুপুর ২টায় শুরু হওয়ার কথা রয়েছে।

সকাল থেকে সমাবেশ এলাকায় আওয়ামী নেতা-কর্মীদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছোট ছোট মিছিল নিয়ে বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা সমাবেশ এলাকায় এসে জড়ো হচ্ছেন।

সমাবেশস্থলে সরেজমিনে দেখা যায়, সভামঞ্চে আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সংস্কৃতি সম্পাদক অসীম কুমার উকিল, উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান সিরাজ। আরও রয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।

রাজধানীতে আজ শনিবার এক কিলোমিটারের মধ্যে বিএনপির মহাসমাবেশের বিপরীতে আওয়ামী লীগেরও শান্তি ও উন্নয়ন সমাবেশ হচ্ছে। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সমাবেশের আয়োজক ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। আর বিএনপির সমাবেশ নয়াপল্টনে।

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আওয়ামী লীগের কর্মীরা অবস্থান নেবেন বলে কর্মীরা আভাস দিচ্ছিলেন। তবে এদিন সকাল থেকে শেওড়াপাড়া, তালতলা, বিজয় সরণি, তেজগাঁও, সেগুনবাগিচা, প্রেসক্লাব, জিরো পয়েন্টের মতো গুরুত্বপূর্ণ এলাকায় আওয়ামী লীগের কর্মীদের অবস্থান দেখা যায়নি।