খাগড়াছড়িতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
- আপডেট সময় : ০২:৫৮:৫০ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / ১৫২২ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে খাগড়াছড়িতে দুটি সংগঠন পৃথক পৃথকভাবে র্যালি ও সমাবেশ করেছে।
আজ শনিবার (৯ আগস্ট) সকালে য়ংড বৌদ্ধ বিহারে এলাকা থেকে বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম ক অঞ্চল, বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে সামনে মানববন্ধন করে।
বাংলাদেশ আদিবাসী ফোরাম খাগড়াছড়ি শাখার সভাপতি চাইথোয়াই মার্মা সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, চট্টগ্রামের জাপান নিপন একাডেমি পরিচালক মোঃ নুরুল ইসলাম, সুশাসনের জন্য নাগরিক সম্পাদক নির্মল দাশ, নমিতা চাকমা উক্যনু মারমা প্রমূখ।
বক্তারা বলেন, জাতিসংঘের সদস্য রাষ্ট্রের হিসেবে বাংলাদেশে বসবাসরত আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে রাষ্ট্রের দায়বদ্ধতা রয়েছে। অবিলম্বে বাংলাদেশে বসবাসরত আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, পাহাড় ও সমতলের আদিবাসীদের ভূমি ও প্রথাগত অধিকার নিশ্চিত এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তির দ্রুত বাস্তবায়নে করতে হবে।
অপর দিকে সকালে আদিবাসী উদযাপন কমিটির আয়োজনে সূর্যশিখা ক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খাগড়াপুর জেবিসি কমিটি সেন্টারে সমাবেশে মিলিত হয়।
আদিবাসী উদযাপন কমিটির আহবায়ক সাথোঅং মারমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সমাজসেবক সুধাকর ত্রিপুরা।
প্রসঙ্গত, তথ্য মতে জানা যায়, বাংলাদেশে চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা ম্রো, বম, পাংখোয়া, চাক, খিয়াং, খুমি, লুসাই, গারো, রাখাইন, খাসি, মণিপুরী, হাজং, বানাই, কোচ, ডালু, সাঁওতাল, পাহাড়ি, মুন্ডা, মাহাতো/কুর্মি, কড়া, খারিয়া, কন্দ, গড়াইত গুর্খা, খেড়োয়ার, লোহার, রাজোয়ার, মুসহর, তুরি, বেদিয়া, বাগদী, কোল, ভুঁইমালী পাত্র, হো, শবর, মাহালী, মালো, ওঁরাও, বর্মন, গন্জ্ঞু বড়াইক, তেলী, হদি, ভূমিজ, ভীল, আসাম সম্প্রদায়ের বসবাস।










