DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১৫ই জানুয়ারি ২০২৫
ঢাকাবুধবার ১৫ই জানুয়ারি ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে ব্যবসায়ী রাসেলের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Astha Desk
নভেম্বর ১৫, ২০২৩ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়িতে ব্যবসায়ী রাসেলের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়িতে ব্যবসায়ী রাসেলের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী।

আজ বুধবার (১৫ নভেম্বর) সকালে পৌর শহরে রাসেলের মুক্তির দাবিতে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে আগামী৪৮ ঘন্টা মধ্যে মুক্তি দেওয়া না হলে কঠোর কর্মসূচী ঘোষণা দেবেন বলে হুশিয়ারী দেন বক্তারা।

সমাবেশে বক্তব্য রাখেন, পৌরসভার গণপরিষদ নেতা ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ, সাবেক কাউন্সিলর মাসুদ রানা প্রমূখ।

প্রসঙ্গত, গত ৯ নভেম্বর/২৩ ইং আনুমানিক দুপুর ১২ ঘটিকার সময় শফিকুল ইসলাম রাসেলকে ২ জন উপজাতি সন্ত্রাসী সুকৌশলে বাগান দেখানোর কথা বলে দিঘীনালার ৮ মাইল এলাকায় নিয়ে যায়। সেখান থেকে তাকে অপহরণ করে তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন। দরকষাকষি করে একপর্যায় বিকাশ ও নগদ নম্বরে ১ লক্ষ ৪০ হাজার টাকা পাঠান তার পরিবার। পেমেন্ট পেয়ে কথা দিয়েছিল খাগড়াছড়ি আলুটিলা এলাকায় রাসেলকে বুঝিয়ে দিবেন।

তার পরিবার সূত্র জানান, অপহরণের সংবাদ পেয়ে তাৎক্ষণিক খাগড়াছড়ি সদর থানায় জিডি করা হলেও দৃশ্যমান কোন অগ্রগতি ছিলনা,তিন পরে তার পরিবারকে জানান, ৮ মাইল এলাকা সদর থানার আওতাভুক্ত নয়, আপনারা দিঘীনালা থানায় যোগাযোগ করেন।

দিঘীনালা থানায় জিডি করলে, তাৎক্ষনিক সন্তোষজন ভূমিকা গ্রহণ করেন। সন্ত্রাসীদের কে একলক্ষ চল্লিশ হাজার টাকা পেমেন্ট করেও রাসেলকে ফেরত না পেয়ে, তার পরিবার ও আত্মীয়-স্বজন শঙ্কিত।

অপরদিকে পার্বত্য চট্রগ্রাম ছাত্র পরিষদ রাসেলকে মুক্তির দাবীতে জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে।

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন কায়েশ ও সাধারণ সম্পাদক মোঃ হাবীব আজম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করাা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:২৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৩৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮
  • ১২:১২
  • ৩:৫৬
  • ৫:৩৬
  • ৬:৫৩
  • ৬:৪৩