খাগড়াছড়িতে ১৮ বছর পর ধানের শীষের পথ সভায় ওয়াদুদ ভূইয়া
- আপডেট সময় : ১০:৩৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
- / ১০৫৮ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে ১৮ বছর পর ধানের শীষের পথ সভায় ওয়াদুদ ভূইয়া
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ১৮ বছর পর বিশাল বহর নিয়ে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে দিনব্যাপী পথসভা শুরু করেছেন ২৯৮নং খাগড়াছড়ি আসনের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি’র সভাপতি ওয়াদুদ ভূইয়া। এসময় তিনি মানিকছড়ি উপজেলায় বিএনপির আয়োজিত ছয়টি পথসভায় যোগ দেন তিনি।
পথ সভায় ওয়াদুদ ভূইয়া বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হবে। বিগত সরকারের আমলে এদেশের সাধারণ মানুষ শোষণ ও নিপীড়নে শিকার হয়েছিল। তাদের অত্যাচারে মুখ ফুটে কথা বলার সাহস পায়নি। জুলাই গণঅভ্যুত্থানের ফলে আওয়ামীলীগ সরকার পালাতে বাধ্য হয়েছে। আমরা ফিরে পেয়েছি বাকস্বাধীনতা। আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দিবো না। আমরা স্মার্ট দেশের নাগরিক হতে চলেছি। তাই দেশকে পিছিয়ে যেতে দেওয়া যাবে না। তারা নির্বাচনের নামে মানুষকে হয়রানি করে।
এসময় তিনি আরও বলেন, দেশ এখন উন্নয়নের ছোঁয়ায় বদলে যেতে শুরু করেছে। দেশে বিগত দিনের তুলনায় ব্যাপক পরিবর্তন এসেছে। মানিকছড়ি উপজেলায় আয়োজিত প্রথমবারের মতো ছয়টি পথসভায় ধানের শীষে ভোট চেয়ে খাগড়াছড়ি জেলার উন্নয়নে সবাইকে এক হওয়ার আহ্বান জানান।
আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিন্নাত বৃথী, যুগ্ম-সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব।



















