খাগড়াছড়িতে তথ্য ক্যাম্পেইন সপ্তাহ সমাপ্তি
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে
প্যাকটা প্রকল্প অবহিতকরণ, তথ্য ক্যাম্পেইন সপ্তাহের সমাপনী, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা/২২ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে আয়োজিত তথ্য ক্যাম্পেইন/২২ এর সমাপনী, পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন,
সচেতন নাগরিক কমিটি (সনাক) সদস্য শিল্পী আবুল কাশেম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা।
এসময় আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা তথ্য কর্মকর্তা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া, সনাক সদস্য সাংবাদিক জহুর আহম্মেদ,
খাগড়াছড়ি টিআইবি’র কো-অর্ডিনেটর আব্দুর রহমান,
একটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) সমন্বয়ক আবদুর রহিম হৃদয়, সহ-সম্মনয়ক সাংবাদিক মোঃ মাইন উদ্দিন প্রমুখ।