DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ৭ই জুলাই ২০২৫
ঢাকাসোমবার ৭ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একাধিক মামলার আসামী বাবু ডাকাত গ্রেফতার

DoinikAstha
মে ১৭, ২০২১ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একাধিক মামলার আসামী বাবু ডাকাত গ্রেফতার

আতিকুর রহমান আতিক মফস্বল ডেস্ক থেকে ঃ

গাইবান্ধা গোবিন্দগঞ্জে মাদক, নারী-শিশু নির্যাতন ও ডাকাতিসহ একাধিক মামলার পলাতক আসামি বাবু মিয়াকে (৪৮) কে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

১৬ মে রবিবার বিকেলে নিজ বাড়ি থেকে বাবু মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাবু মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার বৈরাগীরহাটের আলী গ্রামের ইজ্জত উল্ল্যার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছদ্মবেশ ধারণ করে অভিযান চালিয়ে বাবুকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় ৫টি ও পার্শ্ববর্তী জয়পুরহাট থানায় ১টি মামলা রয়েছে। এসব মামলায় বাবু দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদি হাসান, আসামি বাবু মিয়াকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ।

আরো পড়ুন :  শহীদ আবু সাঈদ এর কবর জিয়ারত এর মধ্যদিয়ে শুরু হলো জুলাই পদযাত্রা

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]