চাঁপাইনবাবগঞ্জ কুড়িয়ে পাওয়া ককটেলে উড়ে গেল শিশুর হাত
- আপডেট সময় : ০৫:৩৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৭২ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার গনকা বিদিরপুর মহল্লায় ককটেলেকে খেলনার বল ভেবে খেলার সময় বিস্ফোরণে দুই শিশু গুরুতর আহত হয়েছে। তারা হলো- পৌর এলাকার গনকা উত্তর পাড়ার আশরাফুল হকের মেয়ে মহরমী আক্তার মায়া (১১) ও তার ছোট বোন মারিয়া খাতুন (৫)। এরমধ্যে মায়ার ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। মায়া গনকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। গত সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার নহিদ আহমেদ জানান, দুই শিশুর মধ্যে মহরমী আক্তার মায়ার ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। বর্তমানে ওই দুই শিশু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। এদিকে শিশুদের দাদা আব্দুল কাইয়ুম জানিয়েছেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা মহরমীর জ্ঞান এখনো ফেরেনি।
স্থানীয় যুবক আব্দুল মজিদ জানান, গ্রামে দুপক্ষের মধ্যে বিবাদ রয়েছে। তারাই বিভিন্ন সময় বোমাবাজি করে। সেই বোমাবাজির সময় পড়ে থাকা ককটেল থেকে এ ঘটনা ঘটতে পারে। যদিও ২৫ জানুয়ারির পর স্থানীয়ভাবে সতর্ক করা হলে বর্তমানে তারা শান্ত আছে। কয়েকজন কারাগারেও আছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফর হোসেন জানান, ককটেলকে খেলনার বল ভেবে খেলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। এতে মায়ার ডান হাত ক্ষতিগ্রস্ত হয়েছে।
কারা ককটেল ফেলে রেখেছিল এটা খুঁজে বের করতে পুলিশ তৎপর রয়েছে উল্লেখ করে তিনি জানান, এর আগে ওই এলাকায় বিবাদমান দুগ্রুপের ককটেলবাজির ঘটনায় পুলিশের করা মামলায় বেশ কয়েকজন আগেই কারাগারে আছে। অন্যদের আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।



















