দেশে চীনের সিনোভ্যাক কোম্পানির ভ্যাকসিনের ও অক্সফোর্ডের ভ্যাকসিন ট্রায়াল হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (২৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি জানান, ভ্যাক্সিনের দৌড়ে এগিয়ে থাকা প্রতিটি দেশের সাথে যোগাযোগ হচ্ছে। যারা বাংলাদেশে উৎপাদন করতে চায় তাদের তখনই অনুমোদন দেওয়া হবে যখন আমাদের দেশের কোন কোম্পানি তা উৎপাদনে সক্ষম হবে।
২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৪০৭ জন, ৩২ জনের মৃত্যু
স্বাস্থ্যমন্ত্রী জানান, ডিসেম্বর-জানুয়ারির আগে কোন ভ্যাক্সিন বাজারে আসছে না। আলোচনা হচ্ছে হুর সাথে। শীতে স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণ বাড়বে। তাই স্বাস্থ্যবিধি মানতে নির্দেশনা দেওয়া হয়েছে।
যেখানেই দুর্নীতির খোঁজ পাওয়া যাবে, সেখানেই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।