DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১৮ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১৮ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ছয় বছরের শিশু ধর্ষণ : ১৩ দিন পর থানায় অভিযোগ

DoinikAstha
আগস্ট ৯, ২০২১ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

ছয় বছরের শিশু ধর্ষণ : ১৩ দিন পর থানায় অভিযোগ

রংপুর জেলা প্রতিনিধিঃ রংপুরের পীরগাছায় মোবাইল ফোনে গান শোনানোর কথা বলে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশি এক যুবকের নামে। গত ২৬ জুলাই উপজেলার ইটাকুমারী ইউনিয়নের নরসিংহ গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে এলাকায় একাধিক গোপন বৈঠকে দেনদরবার করেও কোন সমাধান হয়নি। বরং শিশুটির অবস্থার অবনতি ঘটলে ঘটনাটি প্রকাশ পায়।

ঘটনার ১৩ দিন পর এ বিষয়ে রোববার রাতে পীরগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে শিশুটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে। জানা গেছে, ওই গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে তুষার ইমরান (১৮) গত ২৬ জুলাই দুপুরে তার প্রতিবেশী ৬ বছর বয়সী ওই শিশুটিকে মোবাইল ফোনে গান শোনার কথা বলেন তার নবনির্মিত বাড়ির একটি ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।

এসময় শিশুটির চিৎকারে তার পরিবারের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থা উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে গ্রামে কয়েক বার দেনদরবার করা হলেও সমাধান মেলেনি। এদিকে শিশুটির অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসার জন্য হস্তান্তর করা হয়।

শিশুটির বাবা জানান, এ ঘটনায় এলাকায় বিষয়টি মিমাংসার জন্য বার বার তাগিদ দেয়া হয়েছে। আমি বলেছি, আমার সন্তান সুস্থ্য না হলে হবে না। তাই ধর্ষক ও তার পরিবারের লোকজন বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিচ্ছে।

পরে আমি ১৩ দিন পর পীরগাছা থানায় মামলা দায়ের করি। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, গত রোববার রাতে এ বিষয়ে মামলা দায়ের হয়েছে। ঘটনাটি অনেক দিনের হওয়ায় আসামী পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

আরো পড়ুন :  কক্সবাজারে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা নিহত

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]