DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

জাপান ও উত্তর কোরিয়ার মধ্যে যুদ্ধের আশঙ্কা বাড়ছে

DoinikAstha
মার্চ ২৫, ২০২১ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে উত্তর কোরিয়ার দু’টি ব্যালিস্টিক মিসাইল জাপানের কাছে সমুদ্রে আছড়ে পড়ল। আজ বৃহস্পতিবারের এই ঘটনা থেকে যুদ্ধের আশঙ্কা বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে টোকিও প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের হামগিয়ং প্রদেশ থেকে জাপান সাগরে মিসাইলগুলো ছোঁড়ে কিমের সামরিক বাহিনী।

এই ঘটনায় জাপানের প্রধানমন্ত্রী ইওশিহিদে সুগা বলেন, মার্কিন মসনদে জো বাইডেন বসার পর এই প্রথম এতটা আগ্রাসী হয়ে মিসাইল ছুঁড়ল কিমের সেনারা। প্রায় এক বছর আগে শেষবার উত্তর কোরিয়া মিসাইল পরীক্ষা চালায়।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে আরও বেশি পারমাণবিক অস্ত্র নির্মাণের দিকে ঝুঁকছে উত্তর কোরিয়া। সম্প্রতি উপগ্রহের তোলা বিভিন্ন ছবি থেকে তেমনটাই আশঙ্কা করা হচ্ছে।

বিষয়টি নিয়ে প্রথমে পাত্তা না দিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বললেও এবার গভীর উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে আজ বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ইন্দো-প্যাসিফিক কমান্ড এমনই ইঙ্গিত দিয়েছেন।

তিনি বলেন, উত্তর কোরিয়ার নিষিদ্ধ অস্ত্র কর্মসূচী যে তার প্রতিবেশী ও বিশ্ব সম্প্রদায়ের জন্য যে হুমকি এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্যদিয়ে আবারও স্পষ্ট হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিষয়টি নিয়ে মিত্রদের সঙ্গে পরামর্শ হচ্ছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০