বোরহান উদ্দিন, দেওয়ানগঞ্জ, জামালপুর প্রতিনিধি: ১২ ডিসেম্বর বৃহস্পতিবার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা, চর আমখাওয়া, পাররামরামপুর, হাতীভাঙ্গা, বাহাদুরাবাদ, চিকাজানি, চুকাইবাড়ী, দেওয়ানগঞ্জ সহ ৮টি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়। জামালপুর জেলার পুলবশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এর উদ্যোগে ৭৪ জন গ্রাম পুলিশকে শীতবস্ত্র দেওয়া হয়।দেওয়ানগঞ্জ মডেল থানা চত্বরে পুলিশ সুপারের পক্ষে এসব শীতবস্ত্র বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাসুদ আনোয়ার।এ সময় দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান, ডিবি-২ এর ওসি সোহেল রানা-সহ অন্যান্য কর্মকর্তা এবং পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি নাজমুল হাসান জানান, শীতকালে অপরাধ ঠেকাতে কষ্ট করে ডিউটি পালন করেন গ্রাম পুলিশ সদস্যরা। বিশেষ করে রাতে ডিউটিতে তাদের শীতের কারণে ভোগান্তি পোহাতে হয়। তাদের কষ্টের কথা চিন্তা করে এসপি স্যার গ্রাম পুলিশদের শীত নিবারণে শীতবস্ত্র (জ্যাকেট) দিয়েছেন যা তাদের শীত নিবারণে কাজে লাগবে।
এমকে/আস্থা