জামালপুরে বয়স্ক এক নারীকে ধর্ষণ, গ্রেফতার ১
- আপডেট সময় : ১১:৪৫:০১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০
- / ১০৭৬ বার পড়া হয়েছে
জামালপুরে বকশীগঞ্জ উপজেলায় এক গৃহবধুকে (৪২) ধর্ষণের অভিযোগে সাজু মিয়া (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৩ অক্টোবর শুক্রবার রাতে অভিযোগ পেয়েই অভিযান চালিয়ে বাড়ির পাশ থেকে সাজু মিয়াকে গ্রেপ্তার করা হয়। উপজেলার বগারচর ইউনিয়নের ঘাসিরপাড়া বাঙ্গালপাড়া এলাকার আছমত আলীর ছেলে।শনিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ঘটনায় নির্যাতিত ওই গৃহবধুর স্বামী বাদী হয়ে ধর্ষক সাজু মিয়াসহ তিনজনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
ডাক্তার দেখানোর কথা বলে উধাও সুন্দরী গৃহবধূ
পুলিশ জানায়,গত ১৭ অক্টোবর বিকাল চারটার দিকে বাড়িতে কেউ না থাকায় বাঙ্গালপাড়া এলাকার আছমত আলীর ছেলে বখাটে সাজু মিয়া প্রতিবেশী ওই নারীকে রান্নাঘরে নিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে। ধর্ষণের ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় সাজু। পরে এক পর্যায়ে ঘটনাটি জানাজানি হলে নির্যাতিত ওই নারীর স্বামী বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ সাজু মিয়াকে গ্রেপ্তার করে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম সম্রাট বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান,গৃহবধু ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত সাজু মিয়াকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ ও অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।