ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু
- আপডেট সময় : ০৩:৩১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
- / ১০৪৯ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু
আব্দুল্লাহ আজাদ/ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথ পুর ইউনিয়নের বাহাদুরপাড়া এলাকায় পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার ( ৯মে ) ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর পাঁচ বন্ধু মিলে বাহাদুর পাড়ার পুকুরটিতে গোসল করতে আসে গোসলের এক পর্যায়ে লুবান (১৫) পানির নিচে তলিয়ে যায় পরে তার সহপাঠীরা স্থানীয়দের ডেকে আনেন এবং ফায়ার সার্ভিসকে কল দেন দীর্ঘ ২ ঘণ্টা প্রচেষ্টার পর লুবানকে উদ্ধার করা হয় এবং ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে আসা হয় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।লুবান বশিরপাড়া এলাকার মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সরোয়ার হোসেন বলেন, মঙ্গলবার দুপুরে সদর উপজেলার একটি পুকুরে লুবান ও তার পাঁচ বন্ধু পুকুরে গোসল করতে যায়। তারা কেউই সাঁতার জানতোনা। এ সময় লুবান অসাবধানতাবশত পুকুরের মাঝে চলে গেলে পানির নিচে তলিয়ে যায়।পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, পানিতে পড়ে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।



















