DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

তাপসী বাড়িতে আয়কর বিভাগের হানা

DoinikAstha
মার্চ ৪, ২০২১ ৫:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী তাপসি পান্নু ও পরিচালক অনুরাগ কশ্যপের বাড়িতে আয়কর বিভাগের হানা। মুম্বাইয়ে জমি সংক্রান্ত বিষয়ে কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এছাড়া আরো ২০ তারকার বাড়িতে তল্লাশি চালিয়েছে আয়কর বিভাগ। প্রযোজক মধু মন্টেনার নামও রয়েছে সেই তালিকায়।

বিশেষ সূত্রের বরাত দিয়ে ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, অনুরাগের প্রযোজনা সংস্থা ফ্যান্টম ফিল্মস’র আর্থিক লেনদেন ঘিরেই শুরু হয়েছে আয়কর দফতরের এই তল্লাশি।

অনুরাগ কশ্যপ, বিক্রমাদিত্য মোতওয়ানে, প্রযোজক মধু মন্টেনা ও বিকাশ বহেল মুম্বাইয়ে এই প্রযোজনা সংস্থা তৈরি করেছিলেন। লুটেরা, বম্বে কুইন, উড়তা পঞ্জাব-এর মত হিট ছবি ছিল এই প্রযোজনা সংস্থার ঝুলিতে। কিন্তু ২০১৮ সালে বন্ধ হয়ে যায় এই সংস্থা।

প্রসঙ্গত, অনুরাগ কশ্যপ কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচক। তাপসী পান্নুও নানা ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব। ফলে এই সময়ে তাদের দুজনের বাড়িতে আয়কর দফতরের অভিযান রহস্যের জন্ম দিচ্ছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।