“তুমি নেই” শিরোনামে একটি মিউজিক ভিডিও আসছে..
বিনোদন ডেস্ক: গানটি লিখেছেন, নিজাম উদ্দিন রনি, ভোকাল দিয়েছেন সাফাওয়াত আলম এবং মিউজিক করেছেন পিরান খান। নির্মাতা নিজাম উদ্দিন রনি’র পরিচালনায় এবং আব্দুল্লাহ আল নোমানের প্রযোজনায় আসছে “তুমি নেই “। অভিনয়ে ছিলেন শেহজাদ ওমর এবং লিয়না লুবায়না ইসলাম।
ডিওপি হিসেবে আছেন এইচ আর হানিফ ,সম্পাদনায় রুমি ও পোস্টার ডিজাইন করেছেন সোহান আহমেদ। পরিচালকের সাথে আলাপকালে তিনি জানান— এ বছর চিন্তা করেছি অনেক কাজ করবো। এরই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছি। অসাধারণ সুন্দর এই সুন্দর মিউজিক ভিডিওটি দেখতে পাবেন খুব শীঘ্রই নোমান ফিল্মস ইউটিউব চ্যানেলে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।