DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

তৃতীয়বারের লকডাউনে ফ্রান্স, সব স্কুল বন্ধ

DoinikAstha
এপ্রিল ১, ২০২১ ১:০০ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বব্যাপী করোনা মহামারি আবারও বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে অনেক দেশেই নতুন করে লকডাউন জারি করা শুরু হয়েছে। ভাইরাসটির সংক্রমণের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে একটি হলো ফ্রান্স। সেখানে সংক্রমণ রোধে নতুন করে স্কুল-দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ম্যাক্রোন সরকার। খবর বিবিসি’র।

বুধবার (৩১ মার্চ) এক ঘোষণায় দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন বলেছেন, আগামী তিন সপ্তাহের জন্য ফ্রান্সের সকল স্কুল বন্ধ থাকবে। ক্রমবর্ধমান কোভিড-১৯ সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের জন্য নতুন জাতীয় বিধিনিষেধের অংশ হিসেবে এ সিদ্ধান্ত। আগামী শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

পাশাপাশি অপ্রয়োজনীয় সকল দোকানপাট শনিবার থেকে বন্ধ থাকবে। অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ নিজ বাড়ি থেকে সর্বোচ্চ ১০ কিলোমিটারের (৬ মাইল) বেশি ভ্রমণ করতে পারবে না।

এর আগে চলতি বছরের মার্চ মাসের শুরুর দিকে ১৬টি অঞ্চলে লকডাউন জারি করেছিল ফ্রান্স। এবার তা বাড়িয়ে পুরো দেশে করা হয়েছে। এ নিয়ে গত বছর মহামারির প্রাদুর্ভাবের পর থেকে দেশটিতে তৃতীয়বারের মতো লকডাউন জারি করা হলো।

ফ্রান্সে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ দশমিক ৬ মিলিয়নের বেশি মানুষ। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৯৫ হাজার ৪৯৫ জন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০