DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১১ই মে ২০২৫
ঢাকারবিবার ১১ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

দখলদার ইসরায়েলকে সহায়তা করায় মার্কিন কর্মকর্তার পদত্যাগ

Astha Desk
নভেম্বর ৪, ২০২৩ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

দখলদার ইসরায়েলকে সহায়তা করায় মার্কিন কর্মকর্তার পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্কঃ

মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া দখলদার বর্বর ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের অব্যাহত প্রাণঘাতী সহায়তা দেওয়ার বিরোধিতা করে পদত্যাগ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা লিংকডইন।

দখলদার বর্বর ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের বিষয়ে বাইডেন প্রশাসনের দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক-সামরিক বিষয়ক পরিচালক জোশ পল তার পদত্যাগপত্র প্রকাশ্যে আনেন।

স্বেচ্ছায় পদত্যাগের পর লিংকডইন অ্যাকাউন্টে পোস্টে বলেন, আমি আশঙ্কা করছি আমরা গত কয়েক দশক ধরে যে ভুলগুলো করেছি (দখলদার ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিয়ে), এখনও তার পুনরাবৃত্তি করছি। আমি এই ভুলের অংশ হতে চাই না।

যুক্তরাষ্ট্রের জন্য বিভিন্ন দেশে অস্ত্র হস্তান্তর নিয়ে কাজ করা পল বলেন, তিনি আর অস্ত্র পাঠানোর পক্ষে কাজ করতে পারবেন না, আমি কিছু পরিবর্তন করতে পারিনি, তাই আমি পদত্যাগ করেছি।

পল আরও বলেন, মানবাধিকারের গুরুতর লঙ্ঘন যে করবে, তার নাম উল্লেখ করা আমাদের দায়িত্ব। অপরাধ যেই করুক না কেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র দখলদার বর্বর ইসরায়েলকে বছরে ৩শ ৮০ কোটি ডলারের বেশি সামরিক সহায়তা দিয়ে থাকে। সূত্র-ফেস দ্য পিপল নিউজ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৫
  • ৭:৫৭
  • ৫:১৮