দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বাহরাইন
আন্তর্জাতিক ডেস্কঃ
গাজায় নির্বিচার হামলা ও সাধারণ ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে বাহরাইন। সূত্র-আমিরাতভিত্তিক দ্য ন্যাশনাল
বাহরাইনের নিম্ন কক্ষ সংসদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলে নিযুক্ত রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শুধু তাই নয়, এই মুহূর্ত থেকেই ইসরায়েলের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেওয়া হয়েছে।
গাজায় নৃশংস হামলার প্রতিবাদে চলমান সংঘাতের মধ্যে দখলদার ইসরায়েলের সঙ্গে প্রথম দেশ হিসেবে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে লাতিন আমেরিকার দেশ বলিভিয়া এরপর জর্ডান।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।