বিনোদন ডেস্ক:আলোচিত ‘ব্যাং ব্যাং’ ও ‘ওয়ার’ সিনেমার পর বলিউড সুপারস্টার হৃতিক রোশন ও পরিচালক সিদ্ধার্থ আনন্দ নতুন সিনেমায় জুটি বাঁধতে চলেছেন। ‘ফাইটার’ শিরোনামে নতুন এই সিনেমাটি হতে যাচ্ছে বলিউডের অন্যতম সফল এই জুটির তৃতীয় সিনেমা। এক সূত্রের বরাতে গেল বছরের ডিসেম্বরের শুরুতে এমন খবর প্রকাশ করেছিল বলিউডের প্রভাবশালী গণমাধ্যম বলিউড হাঙ্গামা।
সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বলিউড হাঙ্গামাকে জানিয়েছে, ‘হৃতিককে বিমান বাহিনীর অফিসার পদে দেখা যাবে, তবে দীপিকার চরিত্র সম্পর্কে তথ্য গোপন রাখা হয়েছে। আশা করা যাচ্ছে, প্রচুর অ্যাকশন দৃশ্যে দেখা যাবে দুজনকে। ২০২১ সালের ডিসেম্বরে সিনেমাটি শুটিংয়ে গড়াবে।’
পরিচালক সিদ্ধার্থ আনন্দ বর্তমানে বলিউড কিং খান শাহরুখ খানকে নিয়ে ‘পাঠান’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছেন। সিনেমাটি ২০২১ সালের দীপাবলিতে মুক্তির কথা রয়েছে। এরপর বলিউড সুপারস্টার হৃতিক রোশনকে নিয়ে ‘ফাইটার’ সিনেমার কাজ শুরু করবেন। এরপর হৃতিক তাঁর আলোচিত ‘কৃষ ফোর’ সিনেমার শুটিং শুরু করবেন। আর ‘ওয়ার টু’ সিনেমার কাজ শুরু হতে বেশ সময় লাগবে।