দুটি চ্যানেল সম্প্রচার বন্ধ করে দিল বিটিআরসি
অনলাইন ডেস্কঃএসএ টিভি এবং চ্যানেল নাইনের সম্প্রচার বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গতকাল রাত ১০ টা ১০ মিনিটে চ্যানেল দুটির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে চ্যানেল দুটি দেখতে পারছেন না দর্শকরা।
শুক্রবার (২১ মে) বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ দুপুর দেড়টার মধ্যে এসএটিভি চালু হবে। আর আগামী রোববার চ্যানেল নাইন পুনরায় চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। বকেয়া বিল পরিশোধ না করায় চ্যানেল দুটির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলেও জানান তিনি।
জানা যায়, বিটিআরসির কাছে এই দুই চ্যানেল সহ আরো কয়েকটি টিভির স্যাটেলাইটের ভাড়া বকেয়া ছিল! তবে, হঠাৎ করে বাকি টিভি গুলো বাদে শুধু এসএ টিভি এবং চ্যানেল নাইনের সম্প্রচার বন্ধ করে দেয়াকে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছে চ্যানেল দুটির মালিকপক্ষ।