DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ১৭ই জুলাই ২০২৫
ঢাকাবৃহস্পতিবার ১৭ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

দেবিদ্বারে বিদ্যালয়ের মাঠ দখল করে নৌকার নির্বাচনী অফিস

Habibur Rahman Monna
ডিসেম্বর ২৮, ২০২৩ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি,কুমিল্লা।। 

দেবিদ্বারে প্রাথমিক বিদ্যালয় মাঠে গড়ে তুলা হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অফিস। কুমিল্লা-৪ (দেবিদ্বার)  আসনের নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল এর নির্বাচনী প্রচারণায় এই অফিস করা হয়৷ জানা যায়, ধামতী ইউনিয়নের ১৩৩নং পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ দখল করে অফিস নির্মাণ করেন নৌকার সমর্থক ও বিদ্যালয় সভাপতি রেজাউল করিম  রাজিব। অফিসটি উদ্বোধন করেন রাজী মোহাম্মদ ফখরুল সমর্থক ধামতী ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন মিঠু। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে নৌকার অফিস নির্মাণে ব্যাপক সমালোচনার তৈরী হয় স্থানীয় মানুষের মাঝে। মাঠ জুড়ে নির্বাচনী অফিস উদ্বোধন করায় শিশু শিক্ষার্থীদের নতুন বই উৎসবসহ পাঠ্যক্রমে বাঁধার আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয়রা বলছেন, সরকারি মাঠ দখল করে নির্বাচনী অফিস স্থাপন বেআইনি৷ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

উপজেলা রিটার্নিং কর্মকর্তা নিগার সুলতানা জানান, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিতে ম্যাজিস্ট্রেট পাঠাচ্ছি’৷

দৈনিক আস্থা /মুন্না 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]