DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

দোহার ধ্রুবতারা যুব সংঘের ব্যাটমিন্টন ফাইনাল ও পুরস্কার বিতরণ

Astha Desk
জানুয়ারি ২৪, ২০২৩ ১১:২১ অপরাহ্ণ
Link Copied!

দোহার ধ্রুবতারা যুব সংঘের ব্যাটমিন্টন ফাইনাল ও পুরস্কার বিতরণ

 

 

দোহার (ঢাকা) প্রতিনিধিঃ

 

ঢাকার দোহার উপজেলার চর জয়পাড়া খালপাড় রাইপাড়া এলাকাবাসীর উদ্দ্যোগে ধ্রুবতারা যুব সংঘ কতৃক আয়োজিত ব্যাটমিন্টন টুনামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

২৪ জানুয়ারি ( সোমবার) রাত সাড়ে দশটায় খেলা শেষে উপজেলার চর জয়পাড়া সাহেব বাজার টানা ব্রিজ এলাকায় বিজয়ী ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত খেলায় ল্যাবকেয়ার ও মধুরচর যুব সংঘ অংশ গ্রহণ করে খেলায় ল্যাবকেয়ার বিজয়ী হয়ে ফ্রিজ জিতে নেন এবং রানারআপ দলকে এলইডি টিভি দেওয়া হয়।

 

 

দোহার পৌর মেয়র আলমাছ উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন।
উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন বাবু মিয়া বেগম রোকেয়া ওয়েল ফেয়ার ট্রাষ্টের সভাপতি মোঃ রোমান মিয়া।

 

দেওয়ান আলমগীর হোসেন এর সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সুরুজ, রাইপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, দোহার উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিশিষ্ট সমাজ সেবক লায়ন আব্দুস সালাম চৌধুরী, দেওয়ান নূর আলী, বিলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ চোকদার, দোহার উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ নবী হোসেন,গোলাম সারোয়ার, পৌরসভার মহিলা কাউন্সিলর ইসরাত জাহান বনানীসহ আরো অনেকে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।