শিরোনাম:
দ্বিতীয় ওয়ানডেতেও নেই টেইলর
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০১:৫৬:৪০ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১
- / ১০৯২ বার পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক :
নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হ্যামস্ট্রিং চোটের কারণে খেলতে পারেননি রস টেইলর। এবার চোটের কারণে দ্বিতীয় ম্যাচেও খেলা হচ্ছে না নিউজিল্যান্ডের এই অভিজ্ঞ ব্যাটসম্যানের।
টেইলরের বিকল্প হিসেবে দলে ডাক পেয়েছিলেন অলরাউন্ডার মার্ক চ্যাপম্যান। গত ১৪ মার্চ সেন্ট্রাল স্ট্যাগস এবং ওয়েলিংটন ফায়ারবার্ডসের মধ্যকার প্ল্যাঙ্কেট শিল্ডের ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পান টেইলর।
আগামীকাল মঙ্গলবার সকালে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে। তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ গড়াবে ২৬ মার্চ ওয়েলিংটনের বেসিন রিজার্ভে।
প্রথম ম্যাচে ট্রেন্ট বোল্টের বোলিং তোপে মাত্র ১৩১ রানে গুটিয়ে গিয়েছিল টাইগাররা। এরপর ২ উইকেট হারিয়েই জয়ের বন্দরে নোঙর করে নিউজিল্যান্ড।


















