ধর্ষণের অভিযোগে শেরেবাংলা নগর থানার এসআই খাইরুল গুলশান থানায় গ্রেফতার হয়েছেন। আজ মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে এক নারীর অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। গুলশান জোনের এসি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। দুপুরে অভিযুক্ত এস আই খাইরুলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সুত্রে জানা যায়, কিছুদিন আগে শেরে বাংলা নগর থানায় একটি মামলা করতে এসে বাদীর সাথে পরিচয় হয় এস আই খাইরুলের সাথে।
গতকাল সোমবার (৩০ আগস্ট) সকালে অফিসে যাওয়ার জন্য পান্থপথে দাঁড়িয়ে থাকলে মোটর সাইকেল নিয়ে বাদীর সামনে দাঁড়ায় এসআই খাইরুল।
পূর্বের মামলার বিষয়ে কাজ আছে জানিয়ে জোরপূর্বক বাদীকে মোটরসাইকে তুলে নিয়ে যায় নিকেতনের একটি হোটেলে। সেখানে বাদীকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় তাকে চড়-থাপ্পড় মারার অভিযোগও করেছেন বাদী।
পরে বাসায় ফিরে পরিবারকে জানালে তার পরিবারের সদস্যরা গুলশান থানায় মামলা করে।