ধামইরহাটে ইউএনও সাথে উপজেলা প্রেস ক্লাবের মত বিনিময়
মোঃ এ কে নোমান/নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুনের সাথে উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৫ নভেম্বর) বিকেল ৪ টায় ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবের আহবায়ক মোঃ নুরুল ইসলামের নেতৃত্বে প্রেস ক্লাবের সকল সাংবাদিক ইউএনও আসমা খাতুনকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেন।
এ সময় ইউএনও আসমা খাতুন তাঁর বক্তব্যে বলেন, ‘সাংবাদিকরা সমাজের আয়না, সেখানে সমাজের ভাল-মন্দ, সংগতি ও অসংগতি ধরা পড়ে, আপনারা দেশ ও দশের উন্নয়ন বিশেষ করে ধামইরহাটের উন্নয়নে সাংবাদিকরা তাদের নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করবেন বলে আশা করি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক কারী আব্দুল্লাহ হামিদী, আবুল বয়ান মোঃ আব্দুজ্জাহের, প্রতিষ্ঠাতা সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক আমজাদ হোসেন, জাহিদ হাসান, সাইফুল ইসলাম, সুফল চন্দ্র বর্মন, পাস্কায়েল হেমরম, উজ্জল হোসেন, আনিছুর রহমান, এ কে নোমান প্রমুখ।