ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ধোনিকে ধুয়ে দিলেন গম্ভীর

News Editor
  • আপডেট সময় : ০৬:২২:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
  • / ১০৮৫ বার পড়া হয়েছে

ক্রিকেটার হিসেবে যতটা না খ্যাতি, ক্যাপ্টেন হিসেবে তার থেকেও বেশি সমীহ আদায় করে নেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু এবার ধোনির নেতৃত্ব নিয়েই প্রশ্ন তুলে দিলেন তারই সাবেক সতীর্থ গৌতম গম্ভীর। সাবেক নাইট অধিনায়ক স্পষ্ট জানালেন, রাজস্থানের বিরুদ্ধে ২১৭ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ধোনি সাত নম্বরে ব্যাট করতে আসায় তিনি হতবাক। গম্ভীর দাবি করেন, এটা আর যাই হোক, কখনই সামনে থেকে নেতৃত্ব দেওয়া নয়।

ইএসপিএন-ক্রিকইনফোর টি-২০ টাইম-আউটে গম্ভীর বলেন, ‘সত্যি বলতে আমি অবাক হয়ে যাই। এমএস ধোনি ৭ নম্বরে ব্যাট করতে নামছে? (ঋতুরাজ) গায়কোয়াড়কে আগে নামাচ্ছে। স্যাম কারান ওর আগে ব্যাট করতে নামছে। কোনও যুক্তি নেই। তোমার উচিত ছিল সামনে থেকে নেতৃত্ব দেওয়া। এটাকে কখনই সামনে থেকে নেতৃত্ব দেওয়া বলে না। ২১৩ (২১৭) রানের লক্ষ্যমাত্রা নিয়ে তুমি ৭ নম্বরে ব্যাট করতে নামবে? ম্যাচ ওখানেই শেষ। ফ্যাফ একা লড়ে গেল শুধু।’

অবশেষে দেশে এল কুয়েতে হত্যাকাণ্ডের শিকার মা-মেয়ের লাশ

শেষ ওভারে ধোনির টম কারানকে ৩টি ছক্কা মারা প্রসঙ্গে গম্ভীর বলেন, ‘ধোনির শেষ ওভারে ব্যাটিং নিয়ে অবশ্যই কথা বলা যায়। তবে ওটা অপ্রাসঙ্গিক ছিল। ওগুলো সব ব্যাক্তিগত রান ছিল মাত্র। যদি তুমি আউট হয়েও যেতে, তাতে কিছু যায় আসত না। অন্তত শুরুটা সামনে থেকে করা উচিত ছিল।’

উল্লেখ্য, শারজায় রাজস্থান রয়্যালসের ৭ উইকেটে ২১৬ রানের জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস ৬ উইকেটে ২০০ রানে তাদের ইনিংস শেষ করে।

ধোনিকে ধুয়ে দিলেন গম্ভীর

আপডেট সময় : ০৬:২২:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০

ক্রিকেটার হিসেবে যতটা না খ্যাতি, ক্যাপ্টেন হিসেবে তার থেকেও বেশি সমীহ আদায় করে নেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু এবার ধোনির নেতৃত্ব নিয়েই প্রশ্ন তুলে দিলেন তারই সাবেক সতীর্থ গৌতম গম্ভীর। সাবেক নাইট অধিনায়ক স্পষ্ট জানালেন, রাজস্থানের বিরুদ্ধে ২১৭ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ধোনি সাত নম্বরে ব্যাট করতে আসায় তিনি হতবাক। গম্ভীর দাবি করেন, এটা আর যাই হোক, কখনই সামনে থেকে নেতৃত্ব দেওয়া নয়।

ইএসপিএন-ক্রিকইনফোর টি-২০ টাইম-আউটে গম্ভীর বলেন, ‘সত্যি বলতে আমি অবাক হয়ে যাই। এমএস ধোনি ৭ নম্বরে ব্যাট করতে নামছে? (ঋতুরাজ) গায়কোয়াড়কে আগে নামাচ্ছে। স্যাম কারান ওর আগে ব্যাট করতে নামছে। কোনও যুক্তি নেই। তোমার উচিত ছিল সামনে থেকে নেতৃত্ব দেওয়া। এটাকে কখনই সামনে থেকে নেতৃত্ব দেওয়া বলে না। ২১৩ (২১৭) রানের লক্ষ্যমাত্রা নিয়ে তুমি ৭ নম্বরে ব্যাট করতে নামবে? ম্যাচ ওখানেই শেষ। ফ্যাফ একা লড়ে গেল শুধু।’

অবশেষে দেশে এল কুয়েতে হত্যাকাণ্ডের শিকার মা-মেয়ের লাশ

শেষ ওভারে ধোনির টম কারানকে ৩টি ছক্কা মারা প্রসঙ্গে গম্ভীর বলেন, ‘ধোনির শেষ ওভারে ব্যাটিং নিয়ে অবশ্যই কথা বলা যায়। তবে ওটা অপ্রাসঙ্গিক ছিল। ওগুলো সব ব্যাক্তিগত রান ছিল মাত্র। যদি তুমি আউট হয়েও যেতে, তাতে কিছু যায় আসত না। অন্তত শুরুটা সামনে থেকে করা উচিত ছিল।’

উল্লেখ্য, শারজায় রাজস্থান রয়্যালসের ৭ উইকেটে ২১৬ রানের জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস ৬ উইকেটে ২০০ রানে তাদের ইনিংস শেষ করে।