নও-মুসলিম ওমর ফারুক ত্রিপুরা হত্যার প্রতিবাদে ফুসে উঠেছে খাগড়াছড়ি
মোফাজ্জল হোসেন ইলিয়াছ, খাগড়াছড়িঃ বান্দরবানের বাসিন্দা নও-মুসলিম ও মসজিদের ইমাম ওমর ফারুক ত্রিপুরা হত্যার প্রতিবাদে ফুসে উঠেছে পার্বত্যঞ্চল। প্রতিদিন সভা সমাবেশ করছে বিভিন্ন সংগঠন। তারই অংশ হিসাবে আজ শুক্রবার (২৫জুন) বিকাল ৫টায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কাওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের উদ্যেগে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপেজলা সদরের মুক্তিযোদ্ধা স্কয়ারে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
নও-মুসলিম ও মসজিদের ইমাম শহিদ ওমর ফারুক’কে পাহাড়ী সন্ত্রাসী কর্তৃক গুলি করে হত্যার প্রতিবাদ মানববন্ধনে বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, হাফেজ তাজুল ইসলাম, মাওলানা সাব্বির মাহমুদ রশীদী, হাফেজ রাশেদুল ইসলাম, হাফেজ মুফতি মহী উদ্দিন,হাফেজ আলী কারীমী হোসেন, মুহাম্মদ আল আমিন, মোঃ আবু বক্কর প্রমূখ।
এসময় বক্তাগন বলেন, একজন পাহাড়ী ভাই যখন খিৃষ্টান ধর্ম গ্রহণ করে তখন কোন প্রকার বাধা প্রদান করা হয় না। অথচ যখনি সত্য ধর্ম ইসলাম গ্রহণ করে তখনি নও-মুসলিম ভাইদের করা নির্যাতন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ধর্ম প্রাণ মুসলমান, এই ঘটনা প্রধানমন্ত্রীর অন্তরেও ব্যাথা দিয়েছে, তাই নও-মুসলিম উমর ফারুক ত্রিপুরা ভাইকে হত্যার সুষ্ট তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যাবস্থা তিনি নিবেন বলে বক্তারা আশা প্রকাশ করেন এবং পাহাড়ের আনাচে কানাচে আইন শৃংখ্যলা বাহীনি মোতায়ন করে পাহাড়ের নৈরাজ্য পূর্ন পরিস্থিতির উন্নতি করবেন।