DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১১ই মে ২০২৫
ঢাকারবিবার ১১ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

নতুন প্রকল্প সুবিধা পাবে ৬৫ হাজার পরিবার

Astha Desk
সেপ্টেম্বর ১২, ২০২৩ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

নতুন প্রকল্প সুবিধা পাবে ৬৫ হাজার পরিবার

আস্থা ডেস্কঃ

নতুন প্রকল্পের মাধ্যমে ঢাকার চরাঞ্চলের নিম্ন আয়ের ৬৫ হাজার পরিবারকে সুবিধা সুবিধা দেওয়ার পরিকল্পনা করছে সরকার। তাদেরকে বিনা মূল্যে দেওয়া হবে গরু, ছাগল, ভেড়া ও হাঁস-মুরগি-কবুতর। নির্বাচনের আগে অনুমোদন পেতে যাওয়া ৩শ ৩ কোটি টাকার এ প্রকল্প।

প্রকল্পটি আজ মঙ্গলবার (১২ সেস্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করবে পরিকল্পনা কমিশন। একনেকে অনুমোদন পেলে প্রকল্পটি বাস্তবায়ন করবে প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

সূত্র মতে জানাযায়, ঢাকা বিভাগের ৬টি জেলার (মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর) ৩১টি উপজেলার চরাঞ্চলের ৬৫ হাজার ২শ ৯০টি দরিদ্র পরিবার বিভিন্ন ধরনের গবাদিপশু ও পাখি পাবে। সঙ্গে পশু-পাখির ঘর, খাদ্য, ভ্যাকসিন দেওয়া হবে।

প্রকল্পটির বিষয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. মলয় কুমার শূর বলেন, প্রকল্পটি ২০২০ সাল থেকে প্রক্রিয়াধীন ছিল। নির্বাচনের সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই। শুরুতে ফিজিবিলিটি স্টাডি ছিল না, তা করতে হয়েছে। অন্যান্য প্রক্রিয়া শেষ করতে সময় লেগেছে। নতুন প্রকল্পের জন্য প্রতিটি মন্ত্রণালয়েরই কিছু থোক বরাদ্দ দেওয়া থাকে। এ প্রকল্পের অনুমোদন পেলেও থোক থেকে অর্থ বরাদ্দ পাওয়া যাবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৫
  • ৭:৫৭
  • ৫:১৮