DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২৬শে মে ২০২৫
ঢাকাসোমবার ২৬শে মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

নতুন বছরে আসছে মেরী’র নতুন গান ‘মা গো মা’

Astha Desk
জানুয়ারি ১৩, ২০২৪ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

নতুন বছরে আসছে মেরী’র নতুন গান ‘মা গো মা’

বিনোদন ডেস্কঃ

পুরাতন বছর চলে গেলো। এসে গেলো নতুন বছর, ২০২৪। মানুষের মনে নতুন আশা নতুন স্বপ্ন-এর ব্যতিক্রম নয় শিল্পীরাও।

চ্যানেল আই সেরাকন্ঠ খ্যাত গায়িকা মনিষা ভাদুড়ি মেরী’র গাওয়া নতুন গান ‘মা গো মা’ প্রকাশ পেতে যাচ্ছে খুব শিঘ্রই। গানটির সংগীতায়োজন করেছেন কিংবদন্তি সংগীত পরিচালক ও জিংগেল কিং অব বাংলাদেশ শ্রদ্ধেয় রিপন খান।

গানটির কথা লিখেছেন সিয়াম সরকার জান। গানটির সুর করেছেন যৌথভাবে জান ও মেরী। গানটির গানচিত্রে দেখা যাবে মেরী ও মেরী’র মা রীনা আচায্যী’কে, শিশুশিল্পী হিসেবে দেখা যাবে রূপকথা আচায্যী’কে। রূপকথা মেরী’র ভাইয়ের মেয়ে। গানটি খুব শিঘ্রই প্রকাশ পাবে মেরী’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।

এ প্রসঙ্গে দৈনিক আস্থা’র বিনোদন প্রতিবেদককে মেরী বলেন, মায়ের প্রতি ভালোবাসা থেকেই গানটি করা। গানটি আমার খুবই প্রিয়। এটিই আমার এ বছরের প্রথম মৌলিক গান। শ্রদ্ধেয় রিপন খান আংকেলের মিউজিক কম্পোজিশনে গাইতে পারাটা আমার জন্য সৌভাগ্যসূচক। আর সিয়াম সরকার জান ভাই খুব ভালো লিখেছে। আমি আর জান গানটির সুর করেছি। খুব সুন্দর একটা অভিজ্ঞতা হয়েছে। আশা করছি, সামনে আরও ভালো ভালো গান শ্রোতাদের নিবেদন করতে পারবো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪৫
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৪২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫০
  • ১১:৫৯
  • ১৬:৩৪
  • ১৮:৪২
  • ২০:০৬
  • ৫:১২