DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১৮ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১৮ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

নলছিটিতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৮০ হাজার টাকা জরিমানা

News Editor
জুলাই ৫, ২০২১ ৯:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নলছিটিতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৮০ হাজার টাকা জরিমানা

বিশেষ প্রতিনিধিঃ নলছিটিতে অবৈধ বালু উত্তোলন করার অপরাধে ২ জনকে ৮০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ( ৫ জুলাই) সোমবার নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই এলাকায় অবৈধ ভাবে বালু ভরাট করতে এলে ড্রেজারটি আটক করেন সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহম্মদ সাখাওয়াত হোসেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু ভরাটের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় মিঠু ও সিরাজ নামে ২জনকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি সাংবাদিকদের বলেন তারা আর এই ধরনের কাজ করবে না বলে মুচলেকা দিয়েছেন।

প্রশাসন’র কঠোর নজরদারির ফলে এই উপজেলায় অবৈধ ভাবে বালু ভরাট অনেকটাই কমে এসেছে। প্রশাসন খবর পেলেই দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করে। অবৈধ ভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চলোমান থাকবে।

আরো পড়ুন :  খাগড়াছড়িতে এনসিপি’র নেত্রী ও নেতার পাল্টাপাল্টি জিডি

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]