নলছিটিতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:৩৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১০৯৮ বার পড়া হয়েছে
নলছিটিতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
আমির হোসেন/ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি’র বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ১টায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝালকাঠি জেলা আওয়ামী লীগ’র সহ-সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, নলছিটি উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার ও পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী দুলাল , জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুঃ আনোয়ার আজীম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার মোঃ বদরুল আমীন ও শিক্ষক আলমগীর হোসেন।
[irp]

















