রাস্তা দিয়ে কোনো নারী একা গেলেই জটলা বেঁধে সর্বস্ব কেড়ে নেন এ সাত নারী। দীর্ঘদিন ধরে তারা এভাবে ছিনতাই করে আসছিলেন। অবশেষে পুলিশের হাতে আটক হয়েছেন তারা।
বুধবার দুপুরে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা এলাকা থেকে ওই সাত নারীকে আটক করা হয়। আটকরা হলেন- রহিদা বেগম, রুমা আক্তার, পাপিয়া, সাথী আক্তার শান্তা, রিমা আক্তার, বিলকিস বেগম ও ববিতা বেগম।
এমসি কলেজে গণধর্ষণ: সেদিনের নির্মমতার বর্ণনা দিলেন নববধূর স্বামী
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, স্থানীয় একটি হাসপাতাল থেকে আড়াই মাসের কন্যাসন্তানকে টিকা দিয়ে ফিরছিলেন খাদিজা আক্তার। আন্দরকিল্লা সড়ক পার হওয়ার সময় তাকে ঘিরে ধরে হাতে থাকা একটি ছোট ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় সাত নারী। এরপর খাদিজার চিৎকারে টহল পুলিশের একটি দল ব্যাগসহ সাত ছিনতাইকারীকে আটক করে। ব্যাগটিতে টাকা ও স্বর্ণালংকার ছিল।
ওসি আরো বলেন, আটকরা সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য। নগরীর বিভিন্ন সড়কে নারীদের টার্গেট করে জটলা বেঁধে সঙ্গে থাকা সর্বস্ব ছিনিয়ে নেয়।