নোবেল কি গান বাজনা ইতি টানলেন?
News Editor
- আপডেট সময় :
১০:১৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১
- /
১০৬৮
বার পড়া হয়েছে
নোবেল কি গান বাজনা ইতি টানলেন?
বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় নোবেলকে নিয়ে যেন বিতরকের শেষ নেই।
নোবেল তার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময়ে বাংলাদেশের বেশ কয়েকজন গুণী শিল্পীকে নিয়ে বিদ্রুপ পূর্ণ পোস্ট করে যাচ্ছে কখনও বা সে বলছে ফেসবুক হ্যাক হয়েছে কখনো বা গুঞ্জন উঠেছে সে নিজেই এসব নাটক করছে।
সর্বশেষ নোবেলের ঈদ উপলক্ষে তৈরিকৃত গান মেহেরবান রিলিজ হওয়া নিয়ে ও শঙ্কার শেষ নেই শেষমেষ সাউন্ডটেক তার সাথে সকল চুক্তি ছিন্ন করে।
তার পরপরই ১৬ ই মে রাত ৯:৪৫ এর দিকে তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোষ্টের মাধ্যমে জানায়
“গান বাজনাকে ইতি। মেহেরবান রিলিজ হইলে হইলো, না হইলে নাই। কিন্তু যারা আমার পেছনে লাগতেসে, এগুলারে দেখবো আজকের থেকে। বেয়াদব না? ঠিকাছে। সিনিয়র জুনিয়র, সব। আসো খেলি! গোপালীর খেল শুরু। শালা বি এন পি তাইনা? দেখি কেমনে টিকিস।”
আস্থা/এস.এস
[irp]
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ