DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ন্যাপলেস শহরে সড়ক ধ্বস, তলিয়ে গেলো কয়েকশ গাড়ি

DoinikAstha
জানুয়ারি ১০, ২০২১ ৫:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক:হাসপাতালের সামনের গাড়ি পার্কিংয়ের জায়গায় হঠাৎই বিশাল গর্ত হয়ে সড়ক ধ্বসে যায়। প্রচুর গাড়ি তলিয়ে যায় ওই গর্তে। তবে ভাগ্য ভাল থাকায় কোনো প্রাণহানির মতো ঘটনা ঘটেনি।

সিএনএনর একটি প্রতিবেদন অনুসারে, শুক্রবার ইতালির ন্যাপলেস শহরে কোভিড রোগীদের জন্য নির্দিষ্ট একটি হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে । স্থানীয় সূত্র বলছে, প্রায় ৫০০ স্কয়্যার মিটার এলাকা বা ৫,৪০০ স্কয়্যার ফুট এলাকা জুড়ে ওই গর্ত তৈরি হয়েছে। বিশাল ওই গর্তের মধ্যে নিমেষে তলিয়ে গিয়েছে পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়ি। তবে কোনো প্রাণহানীর ঘটনা ঘটেনি ।

ইতালির দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে গাড়িগুলো উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। তবে ওই গর্তের জেরে হাসপাতালে বিদ্যুৎ ও জলের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে হাসপাতালে ভর্তি করোনা রোগীদের যথেষ্ট অসুবিধার মধ্যে পড়তে হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]