পানছড়িতে ভারতীয় অবৈধ মালামালসহ আটক-৫
- আপডেট সময় : ১০:২৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
- / ১৩১৭ বার পড়া হয়েছে
পানছড়িতে ভারতীয় অবৈধ মালামালসহ আটক-৫
স্টাফ রিপোর্টারঃ
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ভারতীয় অবৈধ মালামালসহ পানছড়ি ৫ জনকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার (২জুলাই/২৫) বিকাল ৩ টার দিকে কলোনীপাড়া এলাকায় যাত্রীবাহি পিকআপে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, খাগড়াছড়ি জেলা সদরের শুনিতি ময় চাকমা (৪৫), রুকি তালুকদার (৪২) ও একই জেলার মহালছড়ি উপজেলার রিংকু চাকমা (৪০), সুজদা চাকমা (৩৫), রুপনা চাকমা (৪৪)।
আটককৃত মালামালের মধ্যে রয়েছে বিপুল পরিমানে অবৈধ ভারতীয় প্রসাধনী তৈল, চাপাতা,নগুড়োদুধ, ভিম ওয়াশিং সাবান, সান সিল্ক শেম্পু, ক্লিনিক প্লাস, ছাতা, বিভিন্ন ধরনের সাইড ব্যাগ, লাক্স, জিও, ভাইবাল, নির্মা সাবান।
পানছড়ি থানা ওসি মোঃ জসিম উদ্দিন স্থানীয় সাংবাদিকদের আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধ চোরাচালান, মাদক ও অপরাধ দমনে থানা পুলিশ নিয়মিত টহল দিচ্ছে। চোরাচালানের সাথে সম্পৃক্ত আটক ব্যাক্তিদের আদালতে পাঠানো হবে।










