শিরোনাম:
পাবনা ভাড়ারা ইউনিয়নে রাজমিস্ত্রিকে গুলি করে হত্যা
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৬:১৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৭৫ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি:
পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নে আমিরুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
স্থানীয়দের বরাত দিয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, আমিরুলকে আতাইকান্দা বুনেপাড়া এলাকায় গুলি করে হত্যা করা হয়। হত্যাকারীরা চলে যাওয়ার সময় সর্বহারার স্লোগান দিয়ে যায়। পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। হত্যার কারণ ও জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে বলে জানান এএসপি মাসুদ আলম।



















