DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী পালিত

Astha Desk
আগস্ট ৫, ২০২৩ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরে শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী পালিত

পিরোজপুর প্রতিনিধিঃ

নানা আয়োজনে পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান।

 

পুষ্পমাল্য অর্পণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান।

 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধবী রায় এর সভাপতিত্বে এছাড়াও বক্তব্য রাখেন, এনএসআই এর যুগ্ম-পরিচালক আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আক্তারুজ্জামান ফুলু, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী প্রমূখ।

 

আলোচনা সভা শেষে যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়। এরপরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী বৃক্ষ রোপন করা হয়।

 

পরে বিকেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জেলা আওয়ামীলীগ।

 

এ উপলক্ষে আজ শনিবার বিকেলে জেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।

 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খান মোঃ আলাউদ্দিন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক নুরুল হুদা আলম, পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদ প্রমুখ।

 

আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের রুহের মাগফিরাত কামানায় এবং জাতির পিতা ও ১৫ আগষ্ট শাহাদাৎ বরণকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০