DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

প্রতিরক্ষায় বিশ্বের শীর্ষ পাঁচ দেশের একটি হচ্ছে ইরান

DoinikAstha
ফেব্রুয়ারি ৪, ২০২১ ২:০৭ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক:

প্রতিরক্ষা ক্ষেত্রে বিশ্বের শীর্ষ পাঁচ দেশের একটি হচ্ছে ইরান। এ তথ্য জানিয়েছেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ। তিনি বৃহস্পতিবার দেশের সিটি ও ভিলেজ কাউন্সিলগুলোর ৩৯তম জাতীয় সম্মেলনে এ তথ্য জানান।

তিনি আরও বলেছেন, ইসলামী বিপ্লবের পর ইরান বিজ্ঞান ও প্রতিরক্ষাসহ নানা ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন করেছে। তরুণদের প্রতিভা কাজে লাগিয়ে দেশ আজ এ অবস্থানে পৌঁছেছে।

আরও পড়ুন:এ বার ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা

এ সময় কলিবফ ক্ষেপণাস্ত্র তৈরি এবং স্যাটেলাইট নির্মাণ ও উৎক্ষেপণে ইরানের সাফল্য তুলে ধরে বলেন, আমরা অ্যারোস্পেস খাতে এখন ওই সব দেশের কাতারে রয়েছি যারা স্যাটেলাইট তৈরি থেকে শুরু করে কক্ষপথে তা স্থাপন পর্যন্ত সব কাজ নিজেরাই করতে পারে। বৈজ্ঞানিক ও কারিগরি ক্ষেত্রে এই সক্ষমতা পুরোপুরি অর্জন করেছে ইরান।

সংসদ স্পিকার আরও বলেন, ইরান নানা ধরনের ক্ষেপণাস্ত্র নির্মাণ করে এই শিল্পকে স্বনির্ভর করে তুলেছে এবং সব কিছুই দেশীয় প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে। ক্ষেপণাস্ত্র শিল্পের জ্ঞান-প্রযুক্তি এবং এর ব্যবস্থাপনার সবই ইরানিদের নিজস্ব বলে জানিয়েছে তিনি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০