ফরিদপুরে আগুনে ভস্মীভূত ৫ দোকান
মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় লস্কারদিয়া ইউনিয়নের বিনোকদিয়া বাজারের কুটির মার্কেটে আগুনে পুড়ে ৫ টি দোকান ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
আগুনে পুড়ে প্রায় কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। এতে দিশেহারা ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। ঘটনাটি ঘটেছে
আজ সোমবার (৩০ অক্টোবর) ভোরে অগ্নিকাণ্ডে ছাই হয়ে গেছে পাঁচটি দোকান। এতে প্রায় কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। এতে দিশেহারা ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।
বিনোকদিয়া বাজারের ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে কুটির মার্কেটের একটি দোকানের পেছন থেকে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই ওই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় আগুন লেগেছে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসেন আগুন নেভাতে। কিন্ত ততক্ষণে আগুনের লেলিহিন শিখা একের পর এক দোকানে ছড়িয়ে পরে। আগুনের কুণ্ডলীর ধোয়ায় গোটা বাজার আচ্ছন্ন হয়ে পরে।
খবর শুনে বাজারের অন্যান্যে ব্যবসায়ীরা ছুটে আসেন। প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা করেও সকলে মিলে আগুন নেভাতে না পাড়ায় তারা খবর দেন ফায়ারসার্ভিসকে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্ত আগুনের লেলিহীন শিখায় ব্যবসায়ী পরিতোষের ফার্নিচার দোকান, সাইফুলের ডেকোরেটর দোকান, ডিলার নাজমুল হাসানের অলিম্পিক বিস্কুটের গোডাউন, ডিলার সুশান্ত ও বায়জিদের বিস্কুটসহ জুসের গোডাউনের মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
কুটির মার্কেটের স্বত্বাধিকারী মশিউর রহমান সাংবাদিকদের বলেন, আগুনে মার্কেটের পাঁচটি দোকান পুড়ে গেছে। এতে আমার ও ভাড়াটিয়া ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার মালামালের ক্ষতি হয়েছে।
নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, সোমবার আনুমানিক ভোর সাড়ে চারটার দিকে আগুন লাগার খবর পেয়ে আমাদের টিম সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পৌছায়। বেশ কিছু সময় অভিযান চালিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে এবং আগুনে পাঁচটি দোকান ভস্মীভূত হয়েছে।