ফরিদপুরে কোটি টাকার সোনারবারসহ দুই পাচারকারী আটক
- আপডেট সময় : ০৯:৫৪:২৩ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
- / ১০২২ বার পড়া হয়েছে
ফরিদপুরে কোটি টাকার সোনারবারসহ দুই পাচারকারী আটক
ফরিদপুর প্রতিনিধিঃ
কোটি টাকা মূল্যের ৬টি সোনার বারসহ দু’জনকে আটক করেছে পুলিশ। ফরিদপুরের মধুখালী থানা পুলিশ আজ শনিবার দুপুরে দুই পাচারকারী সোনার বারসহ আটক করে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার পর আদালতে প্রেরণ করেছে পুলিশ।
তারা হলো-ফরিদপুর কোতোয়ালী থানার ভাটি কানাইপুর গ্রামের মলিন কুমার মালোর ছেলে শংকর কুমার মালো ও তালতলা গ্রামের রশিদ মোল্লার মেয়ে জামিলা পারভীন।
মধুখালী থানার ওসি মোঃ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাসুদ রানার নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার মাঝকান্দি এলাকা থেকে ৬টি সোনার বারসহ পাচারকারী দু’জনকে গ্রেপ্তার করে। উদ্ধারকৃত ৬টি সোনার বারের ওজন ১ কেজি সাড়ে ৩শ’ গ্রাম। বাজার মূল্য প্রায় ১ কোটি ৪ লাখ ৮৫ হাজার ৮৫০ টাকা। এ ঘটনায় মধুখালী থানার এসআই মাসুদ রানা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।