DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২৩শে নভেম্বর ২০২৪
ঢাকাশনিবার ২৩শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ফায়ারফক্সের ব্যাকস্পেসে আর ব্যাক করা যাবে না

DoinikAstha
জানুয়ারি ১৩, ২০২১ ২:১০ অপরাহ্ণ
Link Copied!

প্রযুক্তি ডেস্কঃমজিলা ফায়ারফক্স ব্রাউজারে ‘ব্যাকস্পেস’ চেপে আর ‘ব্যাক’ বাটনের কাজ করা যাবে না। । মাসে ৪ কোটিরও বেশি সক্রিয় ব্যবহারকারী ফায়ারফক্সে ব্যাকস্পেস বাটন ব্যবহার করে।

ফায়ারফক্স নাইটলি সংস্করণে ইতোমধ্যে “ব্যাকস্পেস” ব্লক করা হয়েছে। আর ফেব্রুয়ারির শেষ দিকে অবমুক্ত হতে যাওয়া মজিলার নতুন সংস্করণেও (৮৬) নতুন এই পদ্ধতি রাখা হয়েছে।

ব্রাউজার খোলা অবস্থায় ব্যাকস্পেস বাটন চাপলে কী কাজ হবে সেটি নির্ভর করছে ব্যাবহারকারীর কার্সর কোথায় আছে, তার ওপর।

কোনো সাইট ব্রাউজ করার সময় সেখানের টেক্সট ইনপুট ফিল্ডে কোনো কিছু টাইপ করার পর কিবোর্ড দিয়ে টেক্সটের পেছনের (বাঁ দিকের) অংশে যেত ব্যাকস্পেস বাটন চাপা হয়। কিন্তু কার্সর যদি ভুলবশত টেক্সট ইনপুট ফিল্ডে না থাকে, আর কেউ তখন যদি ব্যাকস্পেস চাপে তাহলে খোলা পেজটি বন্ধ হয়ে ইতোপূর্বে ব্রাউজ করা পেজটি খুলে যাবে। অর্থাৎ এ অবস্থায় সদ্য বন্ধ হওয়া পেজের টেক্সট ইনপুট ফিল্ডে টাইপ করা অসম্পূর্ণ টেক্সট মুছে যাবে।

বিষয়টি নিয়ে ব্যবহারকারীরা এতদিন খুব বিরক্ত ছিল। এছাড়া ২০১৪ সালেও এ ব্যাপারে মজিলার প্রস্তাবনা ছিল। অবশেষে তা বাস্তবে রূপ নিলো।

এদিকে ২০১৬ সালেই ব্যাকস্পেস বাটন ক্রোম ব্রাউজারের ইন্টারফেস থেকে বাদ দিয়েছে গুগল। / ইন্টারনেট

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬