DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ২৪শে নভেম্বর ২০২৪
ঢাকারবিবার ২৪শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ফিলিস্তিনিদের সমর্থনে মিয়া খলিফার পোস্ট

Ellias Hossain
অক্টোবর ৩০, ২০২৩ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ফিলিস্তিনিদের সমর্থনে-ইজরায়েল যুদ্ধের আবহে ট্যুইট করেছে মিয়া খালিফা। যার জেরে চরম পরিণতির শিকার হলেন তিনি।

আন্তর্জাতিক ডেস্কঃ

দখলদার ইজরায়েল-প্যালেস্টাইনের
মধ্যে বিবাদ বহু কালের। বহু কাল থেকেই দখলদার বর্বর ইসরাইল ফিলিস্তিনিদের উপর নির্যাতন, অন্যায়, হত্যাসহ সর্ব প্রকার অপরাধ করে াসছে। সেই ক্ষোভ থেকেই ফিলিস্তিনিরা সম্প্রতি দু’দেশের মধ্যে নতুন করে উত্তেজনা মাথা চাড়া দিয়ে গত শনিবার (৭ অক্টোবর) থেকে মহাযুদ্ধে জড়িয়েছে দুই পক্ষ। প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সশস্ত্র বাহিনী হামাসই প্রথম আঘাত হানে ইজরায়েলের উপর। পরে পাল্টা হামলা চালায় দখলদারবাহিনী ইসরাইল। যুদ্ধ চলছে ৩ সপ্তাহের বেশি সময় ধরে। যুদ্ধ থামার কোনও নামই নেই। ইজরায়েলকে লক্ষ্য করে হামাস হাজারের বেশি রকেট হামলা চালিয়েছে। মৃত্যুর সংখ্যা ৯ হাজার ছাড়িয়ে গিয়েছে।

এহেন উত্তপ্ত পরিস্থিতিতে দখলদার বর্বর ইসরাইলের বিপক্ষে গাঁজার পক্ষ নিয়ে ট্যুইট (অধুনা এক্স) করে বসলেন প্রাক্তন অ্যাডাল্ট স্টার মিয়া খালিফা। যার জেরে মিয়া হারালেন পডকাস্ট সংক্রান্ত তাঁর বয়বসায়িক চুক্তি! হামাসের আক্রমণের পাল্টাও দিচ্ছে ইজ়রায়েল। তারা পুরো গাজ়া ভূখণ্ডকে অবরুদ্ধ করে বিমান হামলা চালিয়ে গাঁজার নিরিহ নারী ও শিশুকে হত্যা করছে। হামাসের গোপন ঘাটি লক্ষ্য করে দখলদার ইজরায়েলও রকেট এবং ক্ষেপণাস্ত্রের বন্যা বইয়ে দিয়েছে।

মিয়া খলিফা প্যালেস্টাইনের সমর্থনে তাঁর এক্স অ্যাকাউন্টে লেখেন, ‘আপনি যদি প্যালেস্টাইনের পরিস্থিতির দিকে তাকান এবং তাঁদের পক্ষ না নেন, তাহলে আপনি জাতিবিদ্বেষের ভুল দিকে আছেন এবং সময় আসলে ইতিহাস তা আপনাকে দেখিয়ে দেবে।’

এই বক্তব্যের পরেই ঝড় উঠে যায়। রেড লাইট হল্যান্ডের সিইও টড শ্যাপিরো এক্সে লেখেন, ‘এটি ভয়ংকর ট্যুইট করে ফেলেলন মিয়া খালিফা। আপনাকে অবিলম্বে বরখাস্ত করা হল। আপনি বিরক্তির সব মাত্রা ছাপিয়ে গিয়েছেন। দয়া করে নিজেকে বিকশিত করে একজন ভালো মানুষ হয়ে উঠুন। আপনি মৃত্যু, ধর্ষণ, মারধর, পণবন্দির সমর্থন করছেন।

আরও বলা হয়েছে, আপনার অজ্ঞতাকে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এরকম ট্র্যাজিক সময়ে মানুষের একত্রিত হওয়া দরকার। আমি প্রার্থনা করি আপনি আরও ভালো মানুষ হয়ে উঠুন। কিন্তু পরিষ্কার বুঝতে পারছি যে, বড় দেরি হয়ে গিয়েছে আপনার জন্য়।’ এই প্রথম নয়, অতীতেও মিয়া একাধিক অন্যয়ের প্রতিবাদে প্রতিবাদী মন্তব্য করেছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬