DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়িয়ায় জাসদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

Astha Desk
নভেম্বর ৬, ২০২৩ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়িয়ায় জাসদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

 

মোঃ হাবিব/ফুলবাড়ীয়া প্রতিনিধিঃ

ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলা ও পৌর জাসদের উদ্যোগে বিএনপি-জামায়াত কর্তৃক পুলিশ সদস্য হত্যা, সাংবাদিক নির্যাতন, বাসে আগুন মানুষ পুড়িয়ে হত্যা ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যায় পৌর সদরের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে আলোচনা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, উপজেলা জাসদের সভাপতি মোঃ সাইয়েদুল ইসলাম বিএসসি, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আজহারুল ইসলাম হেলাল, পৌর জাসদ সভাপতি মোঃ আহসান হাবীব বাবলু, সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান বুলু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল মাস্টার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেসের আলী ফকির, ইউনিয়ন জাসদের সভাপতি মোঃ ফজলুল হক মাস্টার, মোঃ ফজলুল হক, ইব্রাহিম খলিল রহিম, মোঃ ইদ্রিস আলী, মোঃ মজনু মিয়া, সাংবাদিক জাহিদুল ইসলাম মাহবুব, মোঃ বিল্লাল হোসেন, মোঃ চান মিয়া মন্ডল, মোঃ উজ্জ্বল মিয়া, মোঃ আমির হোসেন প্রমূখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ।

মোঃ হাবিব
০১৬২৫৮১২৩৩০

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।