DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২১শে ডিসেম্বর ২০২৪
ঢাকাশনিবার ২১শে ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কল্যাণ সংস্থার উদ্যোগে আলোচনা সভা

News Editor
অক্টোবর ২৪, ২০২০ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

বোরহানউদ্দিন, দেওয়ানগঞ্জ  প্রতিনিধি : জামালপুর জেলার বকশীগঞ্জ  উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কল্যাণ সংস্থা (অসকস) বাংলাদেশের এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় শনিবার । আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান, প্রধান অতিথি ছিলেন (অসকস) জামালপুর জেলা শাখার সভাপতি ও জামালপুর গণ টেলিভিশনের ব্যুরো প্রধান সার্জেন্ট মোঃ আবু সামা, বক্তব্য রাখেন জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক শাহিন খান, সঞ্চালনা করেন লিডিং সিম্যান  মোঃ আশরাফ আলী, বকশীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ।
অনুষ্ঠানে সশস্ত্রবাহিনীর কল্যাণ সংস্থার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় । প্রধান অতিথি আবু সামা অবসরপ্রাপ্ত সার্জেন্ট অসকস এর জামালপুর সভাপতি বলেন মহান মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর সদস্যদের অংশগ্রহণে তাদের প্রতি শ্রদ্ধা জানান। বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান ও জেলা শাখার সিনিয়র  ওয়ারেন্ট অফিসার ফরমান আলী বলেন, এটি একটি অরাজনৈতিক অলাভজনক সংগঠন, আমরা অবসরপ্রাপ্ত হলেও বাংলাদেশে সরকারের সুযোগ-সুবিধা ভোগ করি। আরো বলেন সশস্ত্র বাহিনীর প্রতি জন সদস্য সরকারের একটি সম্পদ। তাই আমাদের ন্যায় বিচার এবং নিরাপত্তার বিষয়টি দেখে থাকেন। প্রতিটি এলাকায় প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ৩:৪০
  • ৫:১৯
  • ৬:৩৮
  • ৬:৩৬