বাউফলে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত
মোঃ রবিউল/বাউফল প্রতিনিধিঃ
২০০৪ সালের ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বাউফল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া এবং মিলাদ অনুষ্টিত হয়েছে।
আজ সোমবার (২১আগস্ট) বিকেল ৫ টায় বাউফল প্রেসক্লাব রোডস্থ পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয় এসব কর্মসূচি পালন করা হয়।
আলোচনা সভায় পটুয়াখালী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি (একাংশ) জসিম উদ্দিন ফরাজির সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র মোঃ জিয়াউল হক ওরফে জুয়েল।
প্রধান অতিথি বলেন, ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে সন্ত্রাসীরা শান্ত হয়নি। তারা ২১ আগস্ট নারকীয় তাণ্ডব চালিয়ে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে। সেদিন সেই গ্রেনেড হামলায় আমাদের ২৪ জন নেতা-কর্মী নিহত হয়, আহত হয় অসংখ্য মানুষ। শুধু তাই নয় একাধিকবার মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করেছে এই সন্ত্রাসীরা। মহান আল্লাহ বাঙ্গালী জাতির ভাগ্য পরিবর্তনের রূপকার শেখ হাসিনাকে সবসময় হেফাজত করেছেন। ২১ আগস্টের ঘটনায় জড়িত বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ সকল সন্ত্রাসীদের ফাঁসির দাবী জানায় তিনি।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য এস এম ইউসুফ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর রহমান হাসান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবু উত্তম গাঙ্গুলই প্রমুখ।