DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১৩ই জুলাই ২০২৫
ঢাকারবিবার ১৩ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে বাসের ধাক্কায় পথচারী নিহত

Astha Desk
মে ১৭, ২০২৩ ১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটে বাসের ধাক্কায় পথচারী নিহত

স্টাফ রিপোর্টারঃ

বাগেরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় পথচারী নিহত
অজয় ভট্টাচার্য (৪২) নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ বুধবার (১৭ মে) ভোর সাড়ে ৬টায় বাগেরহাট-খুলনা মহাসড়কের সিএন্ডবি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত অজয় ভট্টাচার্য রসুলপুর গ্রামের মানিক লাল ভট্টাচার্যের ছেলে ।

 

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে রাখেলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

নিহতের ভাই অঞ্জন ভট্টাচার্য বলেন, আমার ভাই অজয় ভট্টাচার্য সকালবেলা হাঁটতে বেরিয়েছিল। বাগেরহাট গামী দূরপাল্লার একটি যাত্রীবাহী বাস পিছন থেকে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আমার ভাই মারা যায়।

 

কাটাখালি হাইওয়ে পুলিশের ওসি শেখ মিজানুর রহমান বলেন, এখন ঘটনাস্থলের পরিস্থিতি শান্ত রয়েছে। যান চলাচল স্বাভাবিক আছে।নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।