নুরুজ্জামান আশরাফ, বাজিতপুর (কিশোরগঞ্জ) , সংবাদদাতা: বাজিতপুর উপজেলার উজানচর টু বাজিতপুর এর রাস্তায় একাধিক দুর্ঘটনার খবর পাওয়া যায়। সরে জমিনে গিয়ে দেখা যায় নয়াহাটি ও নুরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।১টি কাভার্ডভ্যান, ও একটি তেল বাহি গাড়ি পরে থাকতে দেখা যায়। কাভার্ড ভ্যান ড্রাইভার রনি জানান রাস্তায় ইট ভাটার জন্য মাটি আনা নেওয়ার কারণে রাস্তায় মাটি পরে থাকে। গত রাতে বৃষ্টি হয়েছে গাড়ি ব্রেক ধরলেই স্লিপ খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনা ঘটেছে। এর জন্য ইট ভাটা মালিক দ্বায়ী। যমুনা তেল পরিবহন এর গাড়ি, অন্য টি উজালা পরিবহন এর কাভার্ডভ্যান। অনেক গাড়ি এই কাদা মাটির কারণে রাস্তায় দুর্ঘটনার শিকার হয়। স্থানীয় কয়েকজন ব্যাক্তি জানান একটু বৃষ্টি হলেই এমন দুর্ঘটনা ঘটে।আবার রোদ উঠলে ধুলার কারণে সর্দি,কাশি সহ অনেক সময় অসুস্থ হয়ে যায়। এই অবস্থা থেকে আমরা মুক্তি চাই।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।