বাসের ধাক্কায় অটোর ৪ যাত্রী নিহত
আস্থা ডেস্কঃ
দিনাজপুরের চিরিরবন্দরে বাসের ধাক্কায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে শিশুসহ চার যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে চিরিরবন্দর উপজেলার দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে উচিতপুর বাজারে শিবপুরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর গ্রামের উত্তম (৩৫), তার স্ত্রী পল্লবী রানী (৩২), সন্তান অর্ণব (৯) ও ভাতিজা অপূর্ব (১২)।
স্থানীয়রা জানান, সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী রেখা পরিবহনের বাসটি ফুলবাড়ির দিকে যাচ্ছিল। পথে উপজেলার শিবপুরি এলাকায় পৌঁছালে বাসটি বিপরীতমুখী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলে দুই শিশুর মৃত্যু হয় এবং চালকসহ চারজনকে গুরুতর অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থেকে আরও দুজন মারা যান।
চিরিরবন্দর থানা পুলিশের ওসি বজলুর রশিদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।